খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ ঝরলো ৯ জনের
করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
এর মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন। আর বাকি চার জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। করোনা পজিটিভ পাঁচ রোগীর একজন খুলনার ও বাকি চার জন বাগেরহাটের। এ নিয়ে করোনা হাসপাতালে এখন পর্যন্ত ৩১২ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হলো।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ও খুমেক হাসপাতালের আরএমও সুহাস রঞ্জন হালদার এসব তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত এখানে ১৩৯ জন ভর্তি রয়েছেন।