খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

৬৮

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জনের। সোমবার (১২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল রবিবার বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশিয়া সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় ৯জন, ঝিনাইদহে ৬জন, চুয়াডাঙ্গায় ৩জন, বাগেরহাটে ২জন, সাতক্ষীরা, নড়াইল এবং মাগুরায় একজন করে মারা গেছেন।

এদিকে খুলনার সরকারি-বেসরকারি চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গা জেলায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৯২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪১জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ১০৬ জন।

You might also like