একের পর এক ব্যর্থতার ভারে যখন টালমাটাল রিয়াল মাদ্রিদ, ঠিক তখনই নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে লা লিগায় লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা। গতকালকের এ ম্যাচে রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও রাউল অ্যাসেনসিও।
বার্নাব্যুয়ে এদিন পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে স্বাগতিকরাই। যদিও প্রথম গোল আদায় করতে দ্বিতীয় হাফ পর্যন্ত অপেক্ষা করতে হয় আলভারো আরবেলোয়ার দলকে। দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাসতানতুয়োনো ও আরদা গুলারকে নামিয়ে আক্রমণে গতি আনেন আরবেলোয়া।
৫৮তম মিনিটে বক্সের ভেতর আদ্রিয়ান দে লা ফুয়েন্তের ফাউলে পেনাল্টি পান এমবাপ্পে, এতে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের মৌসুমের ১৯তম লিগ গোলটি করেন এ ফরাসি তারকা। এ গোলের মাধ্যমে লা লিগায় মাত্র ৫৩ ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে, যা রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে মাত্র দুই ম্যাচ বেশি সময় নিয়ে। রোনালদো এ কীর্তি গড়েছিলেন ৫১ ম্যাচে।
এরপর, ৬৫তম মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। গিলেরের কর্নারে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অ্যাসেনসিও। এ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১-এ নামিয়ে আনে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এতে, ২০ ম্যাচে ১৫ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। অন্যদিকে, ১ ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনা।