আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ান গেমসের ১৪তম আসর। সবঠিক থাকলে ২৩ মার্চ শুরু হয়ে ৩১ মার্চ পর্দা নামবে এই টুর্নামেন্টের। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় ফেডারেশনের সভায় এটি সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন একই সময়ের মধ্যে সময়সূচীতে সমন্বয় করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, যা অপারেশনাল বা লজিস্টিক কারণে প্রয়োজনে এক সপ্তাহ পর্যন্ত নমনীয়তা সহকারে করা যেতে পারে। উজবেকিস্তানের রাজধানীতে এই সভাটি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) এর ৪৬তম সাধারণ পরিষদের পাশাপাশি অনুষ্ঠিত হয়।
দক্ষিণ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে থাকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো। আর দক্ষিণ এশিয়ান গেমসে তীরন্দাজী, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, বেজবল, বাস্কেটবল ছাড়াও বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
১৯৮৪ সালে নেপালে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে শেষবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। এরপর সাত বছর পেরিয়ে গেলেও অনুষ্ঠিত হয়নি এশিয়ান গেমস।