গজারিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১১ জন।
রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুমিল্লামুখী একটি মাইক্রোবাস বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী সড়কে ঢুকে যায়।
এ সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে মাইক্রোবাসের দুই আরোহী আহত হন। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।