গজারিয়ার প্রধান সড়কের সংস্কার কাজের উদ্বোধন

১৫৯

বহুল প্রতীক্ষিত গজারিয়া উপজেলার প্রধান সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রায় আশি কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে ১২ দশমিক ৬০ কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের কাজ করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।

এ প্রকল্পের আওতায় সড়কটির সংস্কার প্রশস্তকরণ ছাড়াও ৪ ব্রিজ, ১টি কালভার্ট নির্মাণ করে হবে। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like