গণপরিবহনে চলছে ‘হরিলুট’

১১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে উৎসবে শামিল হতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। কিন্তু যাত্রীর তুলনায় রাজধানী থেকে গন্তব্যে পৌঁছাতে যানবাহনের সংখ্যা একেবারেই কম। ফলে যাত্রীদের জিম্মি করে ‘হরিলুট’ চালাচ্ছে গণপরিবহনের শ্রমিক-মালিকরা; এমনটাই দাবি ভুক্তভোগী যাত্রীদের।

শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে বাস টার্মিনালগুলোতে এমন চিত্রই দেখা গেছে। গাবতলী বাস স্ট্যান্ডে অসংখ্য মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও সড়কে যানজটের কারণে রাজধানী ছেড়ে যাওয়া বাসগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে গাবতলী স্ট্যান্ডে ফিরতে পারেনি। এ সুযোগে রাজধানীর লোকাল বাসগুলো ছুটছে দূরপাল্লার গন্তব্যে।

এছাড়া কোরবানির পশু পরিবহনের খালি ট্রাক, মোটরসাইকেল, বাসের ছাদসহ, যে যেভাবে পারছেন নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

রাজধানীতে চলাচলকারী বেশ কয়েকটি সিটি বাসকে যাত্রী নিয়ে যেতে দেখা গেছে। চালকরা বলছেন, দূরপাল্লার পরিবহনে সিট না পেয়ে এসব বাস রিজার্ভ করেছেন যাত্রীরা। ঈদে ঢাকায় বাসে চড়ার মানুষ পাওয়া যাবে না বলে রিজার্ভ নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন বলে জানান তারা।

যাত্রীরা বলছেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছাড়া মানুষের যাতায়াতের দুর্বলতার সুযোগ নিয়ে বাস মালিক ও চালকরা হরিলুট করছে।