গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

১০৭

রাখাইনকে দেশের অংশ হিসেবে নিতে আগ্রহী নয় বাংলাদেশ বরং রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে আমেরিকার কংগ্রেসম্যানকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫ দিনের চীন সফর শেষে বিস্তারিত তুলে ধরতে গণভবনে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীন আশ্বস্ত করেছে। সফরে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় সিদ্ধান্ত ও চুক্তির নানা দিক তুলে ধরেন শেখ হাসিনা। গ্যাসের দাম না বাড়ালে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্থ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এবারই প্রথম হজ্জ যাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like