গণহত্যায় জড়িত পাকিস্তানিদের আন্তর্জাতিক আদালতে বিচারের আহ্বান মোহাম্মদ হানিফ

১১২

গণহত্যায় জড়িত পাকিস্তানিদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ। 

সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৪ দল আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান। গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান হানিফ। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনো নি:শেষ হয়ে যায়নি।

যতই চক্রান্ত হোক না কেন পরাজিত শক্তিকে আর ক্ষমতায় আসতে দেয়া হবেনা। সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like