গাইবান্ধার তিস্তা-যমুনায় ভাঙ্গন; অর্ধশত ঘর-বাড়ি বিলীন

৩৫৩

গাইবান্ধার তিস্তা-যমুনা, করতোয়া, ব্রক্ষ্মপুত্র নদ-নদীগুলোতে পানি বৃদ্ধির সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। এরইমধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে উপজেলার কামারজানীর অর্ধ-শতাধিক ঘর-বাড়ী, গাছপালা ও আবাদি জমি সহ বিভিন্ন স্থাপনা।

গেল ২৪ ঘন্টায় ব্রক্ষ্মপুত্র নদের পানি বেড়েছে ১০ সেন্টিমিটার।এদিকে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারনে হুমকিতে রয়েছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধ শতাধিক স্থাপনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিবচরের চরাঞ্চলের চরজানাজাত ইউনিয়ন, কাঁঠালবাড়িসহ ৩টি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে চরজানাজাত ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকসহ শতাধিক ঘরবাড়ি।

আগামী শনিবার জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম এসব ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ শেষে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা দেয়ার কথা রয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like