গাইবান্ধায় নামতে শুরু করেছে বন্যার পানি

৮৯

গাইবান্ধায় বন্যার পানি নামতে শুরু করেছে। তবে সার্বিক বন্যার উন্নতি হলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। দূর্গত এলাকাগুলোতে শুরু হয়েছে বন্যা পরবর্তী দুর্ভোগ। বসতবাড়ি থেকে এখনও পানি সরে না যাওয়ায় জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলো ঘরে ফিরতে পারছে না।

দীর্ঘদিন ধরে তারা বাঁধসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানববেতর জীবন যাপন করছে। এদিকে, দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। জেলার ৭ উপজেলার ৪৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব এলাকায় ক্ষতিগ্রস্থ প্রায় ৬ লাখ মানুষ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like