গাইবান্ধায় ব্রিজের নীচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১২১

গাইবান্ধায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন এলাকায় আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গাইবান্ধা সদরের বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রামে লাঙলভাঙ্গা ব্রিজের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে স্থানীয়রা ব্রিজের নীচে লুঙ্গি, শার্ট ও সোয়েটার পরিহিত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি সদর থানা পুলিশ।

ডেস্ক নিউজ/বিজয় টিভি

You might also like