গাইবান্ধায় মাদক ও ভেজাল বিরোধী পথসভা অনুষ্ঠিত

১৮০

হাতে হাত ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি, ভেজালমুক্ত খাদ্য চাই, সুস্থ্যভাবে বাঁচতে চাই এই শ্লোগান নিয়ে গাইবান্ধা শহরে মাদক ও ভেজাল বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শহরের জেলা প্রশাসকের অফিস সংলগ্ন সড়কসহ গুরুত্বপুর্ন ৫টি পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব আলমগীর কবীর বাদল, সদস্য আবু জাফর সাবু, অমিতাভ দাশ হিমুন, আরিফুল ইসলাম বাবু, হেদায়েতুল ইসলাম বাবু । পথসভা চলাকালে মাদক ও ভেজাল বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা বলেন,সমাজ ও রাষ্ট্রকে সুন্দর ভাবে গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার বিকল্প নেই। গাইবান্ধাকে মাদক ও ভেজাল খাদ্য মুক্ত করতে বিভিন্ন রকম আন্দোলন কর্মসুচী চালিয়ে যাবার ঘোষনা দেন সংগঠনের নেতাকর্মীরা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like