গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে অগ্নিকাণ্ডে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ১২টি দোকান ঘর পুড়ে গেছে। আজ (সোমবার) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে সফিপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈরের ২টি ও সাভার ইপিজেডের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
একটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি