গাজীপুরের টঙ্গীতে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে শুভ আহমেদ নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
রোববার দিবাগত রাতে বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, রাত ৯টার দিকে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হলে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন তারা। এসময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি