গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু
গাজীপুর সদর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় হাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাবিব পাবনার সুজানগর উপজেলার চর ভবানীপুর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যানটি সেখানে ঢুকছিল। এ সময় হাবিব সড়কের পাশে গেলে ওই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই হাবিব মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।