গাজীপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে হেলপার নিহত
গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ইমন নামে এক হেলপার নিহত হয়েছেন।
সকালে পোড়াবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মোঃ সারোয়ার হোসেন জানান, সকালে ঢাকাগামী সবজিবাহী একটি পিকআপ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকের পাশে থাকা ইমনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয় আরো দু’জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি