গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে ও কালীগঞ্জে অটোরিকশার চাপায় মো.খলিলুর রহমান (৪৫) ও মো. আল-আতুন কাওছার (৫০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বরমী শ্রীপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় ও সকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ক্লাব সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই অঙ্কুর কুমার ও কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসলাম মিয়া।
নিহত খলিলুর শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নিহালিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে কৃষি কাজ করতেন। অন্যদিকে, নিহত কাউসার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি একই উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শ্রীপুর থানার এসআই অঙ্কুর কুমার জানান, বিকালে ধানক্ষেত দেখে বাড়ি ফিরছিলেন খলিল। ফেরার পথে শিমুলতলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।