গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (৯ জুলাই) সকালে, জেলার কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকার ইলুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার বিষয়টি  নিশ্চিত করেছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. এফ. এম নাসিম জানান, শনিবার সকাল ৮টার দিকে কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া থানাধীন চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সাকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস চাপা দেয়।

এতে সিএনজিতে থাকা ৪ থেকে ৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজনকে নিহত ও দুই পুরুষকে অহত অবস্তায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ছয় বছর বয়সী এক মেয়ে ও ৩০-৩৫ বছরের এক নারীকে মৃত অবস্থায় আনা হয়। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

You might also like