গাজীপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত

১৪২

গাজীপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সুফিয়ান র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গতকাল মধ্যরাতে টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১’র গাজীপুর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত নিলয়ের দেয়া তথ্যের ভিত্তিতে গতরাতে মধুমিতা রেল লাইন এলাকায় আবু সুফিয়ানকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে নিলয়ের লোকজন।

র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় তার বন্ধুরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় আবু সুফিয়ানের মরদেহ। এ ঘটনায় এএসআই আতোয়ার ও কনস্টেবল সেলিম নামে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

 

You might also like