গাজীপুরে সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ

২৩৭

গাজীপুরের কালীগঞ্জে প্রশাসনের অবহেলা আর যথাযত নজরধারী না থাকায় দিনের আলোতেই উপজেলার বিভিন্ন স্থান থেকে সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

বৃহস্প্রতিবার বিকেলে উপজেলার তুমিলিয়া ইউনিয়নের কালীগঞ্জ-নাগরী রোডে এভাবেই সরকারী বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র , গোপন সংবাদে খবর পেয়ে সেখানে বিজয় টিভির প্রতিনিধি  উপস্থীত হয় ।

সরকারী গাছ কেটে নেওয়ার দৃশ্য বিজয় টিভির ক্যামেরায় বন্দি হলে চোয়ারীখোলা এলার মৃত বলরাম চন্দ্র রায়ের ছেলে বিশেষ্য চন্দ্র রায় নিউজ প্রচার না করতে অনুরোধ করে। গাছ গুলোর  বর্তমান বাজার মূল্য আনুমানিক অর্ধলক্ষাদিক টাকারও বেশি।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like