গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু
গাজীপুর সদর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে জান্নাত ও মিলি আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ (রোববার) দুপুরে উপজেলার বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে জান্নাত ও মিলি আক্তার বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা বাড়ির পাশে একটি ঢাকনাবিহীন সেফটি ট্যাংকের ভেতর তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি