গাজীপুরে স্কুলছাত্র সোহাগ হত্যার বিচারদাবীতে মানববন্ধন

৩৬২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার স্কুল ছাত্র সোহাগ হত্যার বিচারের দাবীতে বুধবার দুপুরের মানববন্ধন করেছে স্থানীয় লোকজন ও সহপাঠীরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের খাঁড়াজোড়া এলাকায় স্থানীয় সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সোহাগ হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবী করা হয়।

উল্লেখ্য,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকা থেকে নিখোঁজের তিনদিন পর টঙ্গীর তুরাগ নদী থেকে গত রোবার রোতে স্কুল ছাত্র সোহাগের লাশ উদ্ধার করে।

নিহত সোহাগ হোসেন(১৮) কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার আলী হোসেনের ছেলে। স্থানীয় সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like