গাজীপুরে স্কুল ছাত্রের সাথে প্রবাসির স্ত্রীর পরকিয়া,হাতে নাতে আটক

৩৫১

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সৌদি প্রবাসি  ইলিয়াসের স্ত্রী ও  জামালপুর আর এন বিদ্যাপিঠ স্কুলের দশম শ্রেণীর এক  ছাত্রকে গভীর রাতে অনৈতিক অবস্থায় অাটক করে ঐ নারীর শশুর নুরুল ইসলাম ।

তিনি জানান, দশম শ্রেণীর ঐ ছাত্রকে মোবাইল ফোনে ডেকে নিয়ে রাতের বেলা অনৈতিক সর্ম্পক করার সময় টের পেয়ে বাহির থেকে তালা বন্ধ করে হাতে-নাতে আটক করা হয় ।

পরে ঐ প্রেমিক যুগল দুইজনকে ঘরের ভেতর আটকে রেখে স্থানীয় লোকজনকে খবর দিলে তারা এসে উদ্ধার করে সকালে পুলিশে সোপর্দ করেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like