গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীপুরের মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কাজল (৪০) ও একই উপজেলার ভিটিপাড়া গ্রামের মৃত আ. বাতেনের ছেলে কালাম (৩৮)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, রাত ৯টার দিকে কাজল ও কালাম একই মোটরসাইকেলে রাজাবাড়ীর দিকে যাচ্ছিলেন। কাজল মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই কাজল মারা যায়। স্থানীয়রা কালামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজাবাড়ী আল-রাজ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

You might also like