গাজীপুরে ১৪ ঝুট গুদাম আগুনে পুড়ে ছাই
গাজীপুরে পৃথক দুটি এলাকায় আগুন লেগে ১৪টি ঝুট গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার সকালে পূবাইল মাঝুখান পূর্বপাড়া ও কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাঝুখান পূর্বপাড়া এলাকায় ভোর ৫টার দিকে ঝুট গুদামে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও দশটি গুদামে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও বলেন, আগুনে ১০ টি ঝুটের গুদাম পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।