গাজীপুর এবং চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

১০৩

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ (রোববার) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নুরবাগ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা ফাতেমা বেগম এবং তার শিশু কন্যা আরবি নিহত হন।

সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর পাঁচটার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার নুরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই মা এবং তার শিশু কন্যার মৃত্যু হয়।

এদিকে, সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর মোড়ে ট্রাক চাপায় জয়নাল আবেদিন টিটু ও সিরাজুল ইসলাম নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like