গুজব বা অপপ্রচার ছড়ানো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ : তথ্যমন্ত্রী

করোনাসহ যেকোনো বিষয়ে গুজব বা অপপ্রচার ছড়ানো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

১৩৩

করোনাসহ যেকোনো বিষয়ে গুজব বা অপপ্রচার ছড়ানো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি আজ (মঙ্গলবার) সচিবালয়ে নিজ দপ্তরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের ইউএসটিসি’র বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার করোনা ইউনিট উদ্বোধনকালে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পুলিশ ও সাংবাদিকসহ এ ইউনিট সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদসহ অন্যরা।

 

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like