গুরুতর অসুস্থ সানি লিওন

৩২৮

উত্তরাখন্ডে চলছিল ‘স্পিল্টসভিলা’-এর শ্যুটিং। কিন্তু আচমকাই শ্যুট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সানি লিওন। অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে ততক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। বর্তমানে উত্তরাখণ্ডের উধাম সিংহ জেলার কাশীপুরের ব্রিজেশ হাসপাতালে ভর্তি রয়েছেন সুন্দরী।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার সময় সানিকে হাসপাতালে ভর্তি করতে হয়। মারাত্মক পেটের যন্ত্রণা এবং হাল্কা জ্বর নিয়ে হাসপাতালে আসেন সানি।

জানা যায়, মারাত্মক গরম এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কারণে, সানির পেটের সমস্যা তৈরি হয়। সেই থেকেই এভাবে অসুস্থ হয়ে পড়েন সানি । চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত নায়িকার অবস্থা ঠিকই আছে। আজ অথবা আগামীকালই ছেড়ে দেওয়া হবে তাঁকে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like