গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

১০৯

রাজধানীর গুলশান-১ মার্কেটের ছয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে আগুন লাগে। ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ওই মার্কেটে আগুন নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এবং আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শপিং সেন্টারের ছয়তলায় শমশের নামের একটি গার্মেন্টস পোশাক কারখানার মালামাল পুড়ে যায়।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like