গৃহবধুকে গলা কেটে হত্যার চেষ্টা; গৃহকর্মি আটক
পিরোজপুরের স্বরূপকাঠিতে মাকসুদা বেগম (৪৭) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। গলার শ্বাসনালী কেটে যাওয়া মাকসুদাকে প্রতিবেশীরা উদ্ধার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার মাকসুদার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
পৌর এলাকার সোনালী ব্যাংকের পিছনে কাঠ ব্যবসায়ী বেল্লাল মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্লাটে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই বসার গৃহকর্মি জোৎসনা বেগমকে (২৮) পুলিশ আটক করে থানায় নিয়ে আসেন।
আহত মাকসুদার স্বামী বেল্লাল মিয়া জানান তাদের বাসার কাজের মহিলা জোৎসনার স্বামী রাজু সিকদার ও তার সহযোগী এমরানসহ ৪/৫জন দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
পুলিশের হাতে আটক বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের বাসিন্দা গৃহকর্মি জোৎসনা জানান তার স্বামী এ ঘটনা ঘটিয়েছে। তার স্বামীর বাড়ি মঠবাড়িয়া উপজেলার কোনো এক গ্রামে। তিনি বাসায় কাজ করেই জীবিকা নির্বাহ করেন। স্বামীর সাথে ভাল সম্পর্ক না থাকলেও তার স্বামী মাঝে মধ্যে তার কাছে এসে থাকে বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শনের সময় থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মি জোৎসনাকে আটক করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি