গৃহহীনদের জন্য পুলিশের উপহার, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য ভূমি ও বাড়ি উপহার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনের মানবিকও উদ্বোধন করেছেন তিনি।
রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দেশের বিভিন্ন এলাকায় উপকার ভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অনূভুতি শোনেন।
পুলিশের এই কর্মসূচির আওতায় ৫১৯টি থানা এলাকায় ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৪০০ গৃহ হস্তান্তর করা হচ্ছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।
গৃহহীন পরিবার বাছাইয়ের ক্ষেত্রে বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম, অতিবৃদ্ধ ও পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই এমন পরিবার অথবা অসহায় মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।