গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের ওপর হামলা; গ্রেফতার ২৬
গোপালগঞ্জের মুকসুদপুরে খান্দারপাড়ে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের মামলায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গত ৯ মে খান্দারপা ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির খানের নেতৃত্বে হামলা করে ৪ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনার পরের দিন মুকসুদপুর থানার এসআই বাদি হয়ে খান্দারপাড় ইউপি চেয়ারম্যান সাব্বির খানকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৭৮ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল। আসামিরা এলাকায় এসেছে, এমন গোপান সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এবং সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি