গোপালগঞ্জে নামাজ আদায় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত

১১৮

গোপালগঞ্জের মুকসুদপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সুজন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন।

সকালে মুকসুদপুর উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে মুন্সী ও মাতুব্বর বংশের মধ্যে আগে থেকেই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল।

গতকাল এশার নামাজের সময় সামাজিক দূরত্ব রেখে নামাজ আদায়কে কেন্দ্র করে মজিবর শেখ ও মতি মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় মুন্সী বংশের সমর্থক সুজন শেখ প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সবর সরদার নামে একজনকে আটক করেছে পুলিশ।

 

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like