গোপালগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৫৬

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে উলপুর সচেতন নাগরিক সমাজ।

বৃহসপতিবার এমএইচ খাঁন ডিগ্রী কলেজ মাঠে খেলায় অংশ গ্রহন করেন ঢাকাস্থ উলপুর ফুটবলএকাদশ বনাম উলপুর ফুটবল একাদশ। খেলাটির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধূরী। খেলায় উলপুর একাদশ ১-০ তে জয়ী হয়।

বিজয় টিভি/ নিউজ ডেস্ক

You might also like