গোবিন্দগঞ্জে অনিয়ম বন্ধে কয়েক দফা দাবিতে মানবন্ধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন অনিয়ম বন্ধে কয়েক দফা দাবিতে মানবন্ধন করেছে রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারীরা।
রবিবার সকালে উপজেলা চত্বরে এ কর্মসূচী পালিত হয়। রংপুর সুগার মিলস আওতাধীন সাহেবগঞ্জ কৃষি খামারের সরকারি কাজে বাধা প্রদান, শ্রমিক-কর্মচারিদের অপহরণ ও মারধর করা, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভুমিদস্যুদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। পাশাপাশি সাহেবগঞ্জ কৃষি খামারে আখ চাষের সুষ্টু পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিন্টুসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি