গ্রেনেড হামলার দায় বিএনপি এড়াতে পারে না: ওবায়দুল কাদের

১৪২

২১শে আগস্টের গ্রেনেড হামলার দায় বিএনপি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী টানেলের নির্মাণকাজ পরিদর্শন গিয়ে তিনি একথা বলেন। ২১শে আগস্টের হত্যাকান্ডের সঙ্গে বিএনপি জড়িত উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘হত্যাকারী যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে। ‘

সকালে পতেঙ্গা এলাকায় টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজের ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like