গ্রেনেড হামলা আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করার অপচেষ্টা

১০৮

২১ আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করার আরেকটি অপচেষ্টা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য স্বাধীনতাবিরোধী কুচক্রীমহল বার বার নীলনকশা প্রনয়ন করে চলেছে। সমাবেশে বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like