চট্টগ্রামের অক্সিজেন রেল গেট এলাকায় আগুনে পুড়ে গেছে ৮১টি কাঁচা বসতঘর

২৯৮

বন্দর নগর চট্টগ্রামের অক্সিজেন রেল গেট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি কলোনির ৮১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রোববার রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

এদিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে রবিবার সকালে উত্তর বড়ুয়া পাড়াতে আগুন লেগে ৬টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান ও চুনতি ইউনিয়নের চেয়ারম্যান ঘটনা পরিদর্শন করেন।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like