চট্টগ্রামের খাতুনগঞ্জে এখনো কাটেনি ঈদের আমেজ
দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এখনো কাটেনি ঈদের আমেজ। ব্যবসায়ীরা জানান, লকডাউনের মধ্যে বন্দরে পণ্য খালাস স্বাভাবিক থাকায় ভোগ্যপণ্যের জোগান অনেকটা স্বাভাবিক ছিল।
এখন গণপরিবহন চালু হওয়ার পর পণ্য সরবরাহ আগের তুলনায় স্বাভাবিক হবে। এছাড়াও ঈদের পর থেকে ক্রেতার চাপ না থাকায় পণ্য সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে সব ধরনের পণ্যের দামও এখন কমতির দিকে রয়েছে।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতি ঈদুল ফিতর ও কোরবানির ঈদের পর অন্তত এক সপ্তাহ বেচাকেনা একটু কম থাকে। দোকানপাট খুললেও বেচাকেনা খুবই কম। ক্রেতারা এখনো বাজারমুখী হয়নি। তবে, দু-একদিনের মধ্যেই বাজারে প্রাণ ফিরে আসবে বলে আশা করছেন তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি