চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন নামের এক জলদস্যু নিহত

১০৭

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন নামের এক জলদস্যু নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ ৪টি আগ্নেআস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ ভোরে বাঁশখালীর ছোট ছনুয়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব জানায়, ডাকাতির প্রস্তুতি চলার খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল ছনুয়া এলাকায় অভিযান চালায়। র‌্যাবের  উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‌্যাবের ওপর হামলা চালায়। এক পর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি চালালে সে নিহত হয়। তার বিরুদ্ধে বাঁশখালী সহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে।

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like