চট্টগ্রামের বাকলিয়ায় গলা কেটে স্ত্রীকে হত্যা
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় গলা কেটে স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িত স্বামী মো. জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনার দীর্ঘ ১৬ মাস পর গতকাল কুমিল্লার কান্দিরপাড় এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীন জানান, ২০১৮ সালের ১ নভেম্বর বাকলিয়া থানাধীন তুলাতলী লিজা বিল্ডিংয়ের একটি ভাড়া বাসা থেকে রোকসানা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকে পলাতক ছিলেন নিহতের স্বামী জয়নাল। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা। স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জয়নাল।
পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানায় সে ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি