চট্টগ্রামের সাত প্রবীণকে ‘চট্টলার বীর সম্মাননা ‘

১৫৩

নগরের শিল্পকলায় চট্টগ্রামের সাত প্রবীণকে চট্টলার বীর সম্মাননাদিয়েছে লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন ম্যাগাজিন ক্লিক পরিবার। একই সাথে ৬ তরুণ উদ্যোক্তাকেও তারুণ্যের কাণ্ডারিসম্মাননা দেয়া হয়েছে।

গতকাল নগরীর শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে এ সম্মাননা দেয়া হয়। ‘চট্টলার বীর সম্মাননা’ প্রাপ্তরা হলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহাব উদ্দীন কোরেশী, শিক্ষা উদ্যোক্তা ও সমাজসেবক সাফিয়া গাজি রহমান, সংগীতজ্ঞ ওস্তাদ মিহির লালা, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক আলহাজ আলী আব্বাস, শিল্পোদ্যোক্তা এস.এম আবু তৈয়ব এবং পেশাজীবি চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.কে.এম ফজলুল্লাহ।

তারুণ্যের কান্ডারি হিসেবে সম্মাননা প্রাপ্ত তরুণরা হলেন, চিটাগাং মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, শৈবাল দাশ সুমন, লায়ন শহিদুল মোস্তাফা চৌধুরী মিজান, সন্তোষ কুমার চাকমা, ইমরান আহমেদ ও লতিফা আনসারী রুনা।

ক্লিক ম্যাগাজিনের প্রধান সম্পাদক নিয়াজ মোরশেদ এলিটের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like