চট্টগ্রামের ২৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ ১১ এপ্রিল

৮৩

সন্দ্বীপের ১৩টিসহ চট্টগ্রামের ২৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। একইদিন কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এসব ইউনিয়ন পরিষদে মার্চের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদগুলোর তালিকাও চূড়ান্ত করেছে ইসি। স্থানীয় সরকারের এ নির্বাচনে চেয়ারম্যান পদে থাকবে দলীয় প্রতীক।

ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে এসব ইউনিয়ন পরিষদে উঠান বৈঠক, মতবিনিময়, আলোচনা সভার আয়োজন করছেন সম্ভাব্য প্রার্থীরা।

You might also like