চট্টগ্রামে আইসোলেশনে থাকা ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু
ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে’র আইসোলেশনে থাকা ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।
তিনি চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার বাসিন্দা। সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন, বিআইটিআইডি-এর পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী। তিনি বলেন, গতকাল বিকেলে তাকে ভর্তি করানো হয়।
ভর্তির পর পরই নমুনা সংগ্রহ করা হয়। এদিকে, চট্টগ্রাম বিভাগে গতকাল আরো ৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
এদের মধ্যে একজন চট্টগ্রাম জেলার এবং তিন জন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে একজনের নমুনা দ্বিতীয়বার পরীক্ষায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি