চট্টগ্রামে আইসোলেশন থাকা ছয় বছরের এক শিশুর মৃত্যু

১০৭

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশন থাকা ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ভোরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান, শিশুটি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল।

নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর রোববার রাত ২টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। রাত আড়াইটায় শিশুটির মৃত্যু হয়।

এদিকে, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহানা উপমা বলেন, ইতোমধ্যে হাইদগাঁও ১ নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়েছে।

শিশুটির চাচা হংকং ফেরত। সে তাদের বাসায় এক সপ্তাহের মতো ছিলো বলেও জানান তিনি।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like