চট্টগ্রামে আবু তালেব চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

৮৭

মুক্তিযোদ্ধা আবু তালেব চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে স্মরণসভা করেছে মহানগর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীদের সহযোগিতা করেছিলেন, তাদের মধ্যে আবু তালেব চৌধুরী অন্যতম। তিনি ছিলেন দলের দুঃসময়ের সাহসী সৈনিক। সভার শুরুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like