চট্টগ্রামে আরো ১০ জন করোনা রোগী শনাক্ত

৯৩

চট্টগ্রামে আরো ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে মোট ১০১টি নমুনা পরীক্ষা হয়েছে।

এর মধ্যে ওই ১০ জনের নমুনা পজিটিভ আসে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, পরীক্ষায় চট্টগ্রাম নগরীর দামপাড়ার একজন বাসিন্দা শনাক্ত হয়েছেন।

এছাড়া সাতকানিয়া উপজেলায় তিন নারী ও তিন পুরুষ আক্রান্ত হয়েছেন। আর লক্ষ্মীপুর জেলায় আক্রান্তদের মধ্যে একজন নারী, দু’জন পুরুষ।

চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৯৪ জনের। তার মধ্যে চট্টগ্রাম জেলার রয়েছে ৫৩ জন।ৎ

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like