চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

১৩৫

চট্টগ্রাম নগরী ও নগরীর বাইরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

আজ (মঙ্গলবার) সকালে কেসি দে রোডে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অন্যরা।

এদিকে, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে নিউ মার্কেট মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অন্যদিকে, এ উপলক্ষে বাংলাদেশের ইতিহাস সম্মলিত টেরাকোটা এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের প্রসপেক্টাসের উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের লাবণী পয়েন্টের রূপচাঁদা ভাস্কর্য চত্বরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এ আয়োজন করে। এছাড়া, খাগড়াছড়িতেও নানা আয়োজনে দিনটি পালিত হয়।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like