চট্টগ্রামে এসে পৌঁছেছে করোনাভাইরাস শনাক্তের কিট

১১৭

চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের কিট এসে পৌঁছেছে বলে জানিয়েছেন, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এর পরিচালক মো. আবুল হাসান এবং হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের হস্তক্ষেপে স্বাস্থ্য অধিদফতর থেকে কিট পাঠানোর আশ্বাস পাওয়ার পর দুপুরে শনাক্তকরণ কিটগুলো এসে পৌঁছায়।

বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ জানান, কিট আসার পর তারা পরীক্ষামূলক কাজ শুরু করেছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি